Home Blog প্রখর রৌদ্রে পুলিশের নজর এড়িয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রখর রৌদ্রে পুলিশের নজর এড়িয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২

23
0

চার চাকার পর এবার দু’চাকায় করে আন্তঃরাজ্য গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলো পাচারকারীরা। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দুটি স্কুটিতে থাকা প্রায় ৪১ কেজি গাঁজা। ঘটনাটি সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান এলাকার দুই ব্যক্তি দুটি পুরনো স্কুটিতে করে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে গাঁজা নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওৎ পেতে ছিল পুলিশ নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকায়। জাতীয় সড়কে তাদের আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে স্কুটি থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে। ওই গাঁজা বর্ধমান এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে বেলদা এলাকায় পেঁয়াজ বস্তার ভেতরে গাঁজা রেখে পাচার করার চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি ৫০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ফলে চার চাকার বদলে দু’চাকার স্কুটিতে করে প্রখর রৌদ্রে পুলিশের নজর এড়িয়ে চলে যাওয়ার চেষ্টায় ছিল ওই পাচারকারবারিরা। কিন্তু পুলিশ সেই ছক ভেস্তে দিয়েছে। নারায়ণগড় থানার ওসি সুজয় লায়েক জানান, “উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে স্কুটিতে করে বর্ধমান যাওয়ার চেষ্টা ছিল ওই দুইজনের। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে তোলা হবে।”

Previous articleলোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলো পঞ্চায়েত সদস্য
Next articleভাদুতলার জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে আটক এক ব্যক্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here