Home Blog পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে উল্টে গেল পর্যটকদের বাস, ২০ জনকে উদ্ধার...

পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে উল্টে গেল পর্যটকদের বাস, ২০ জনকে উদ্ধার আশঙ্কাজনক অবস্থায়

23
0

নারায়ণগড় : মুর্শিদাবাদের লালগোলা থেকে বেসরকারি বাসে ঘুরতে বেরিয়েছিলেন ৬৩ জন যাত্রী। দুটি দর্শনীয় স্থান পরিদর্শন সেরে গঙ্গাসাগরে যাওয়ার পথে পর্যটক বোঝাই বাসটির দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। রবিবার রাত আড়াইটা নাগাদ উদ্ধার করে সকলকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মেদিনীপুর হাসপাতালে ভর্তি থাকা ২০ জনের জন্য বিভিন্ন সহযোগিতা নিয়ে এলো মেদিনীপুর পৌরসভার। গাড়িতে থাকা যাত্রী সুজিত মন্ডল বলেন, “আমরা মুর্শিদাবাদ থেকে ৬৩ জন ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম দীঘা।পরে সেখান থেকে পুরী গিয়েছিলাম। পুরী সেরে আমরা এবার গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। কিন্তু রাত আড়াইটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পুরী থেকে আসার সময়ে পশ্চিম মেদিনীপুরের মকরামপুরে আমাদের বাসটি উল্টে যায়। সম্ভবত কোনো একটি বাম্পারে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটেছে। রাতে সকলকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছিল মকরামপুর হাসপাতালে। সেখান থেকে খারাপ অবস্থায় থাকায় ২০ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর হাসপাতালে ৷ আমার স্ত্রীও চোট পেয়ে আহত হয়েছে।” 

ঘটনার পরে তাদের দেখতে হাজির হয়েছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখেরা। পৌরপ্রধান জানান, “আহাতদের থাকার ব্যবস্থা সহ খাওয়া ও যা প্রয়োজনীয় লাগে সব ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য পোষাক থেকে সব ব্যবস্থা করার পরে যারা সুস্থ হচ্ছেন তাদের বাড়ি ফেরার ব্যবস্থাও করা হচ্ছে।”
Previous articleটানা অতিবর্ষণে বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত দুই, মেদিনীপুর সদরে পথ অবরোধ
Next articleজঙ্গলে খাবারের সঙ্কট! জাতীয় সড়কে একঘন্টা গাড়ি আটকে ‘তল্লাশি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here