Home Blog পুজোতে নতুন বস্ত্র নয়, মশারি বিতরণ মেদিনীপুরে

পুজোতে নতুন বস্ত্র নয়, মশারি বিতরণ মেদিনীপুরে

31
0

দুর্গা পুজোর আগে রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার কর্মসূচি হয়ে থাকে। তবে এবারে দুর্গাপূজার আগে এক ভিন্ন চিত্র দেখা গেল মেদিনীপুর শহরে। নতুন বস্ত্রের বদলে তুলে দেওয়া হলো মশারি। কারণ হিসেবে উদ্যোক্তারা জানিয়েছেন, “ডেঙ্গুর চোখ রাঙানি প্রতিরোধে এই কর্মসূচি।” উল্লেখ্য, ডেঙ্গুর বাড়বাড়ন্তে চিন্তায় স্বাস্থ্য দপ্তর। জেলায় কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার প্রচারও চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সামনে দুর্গাপুজো তার আগেই বিভিন্ন নালা সহ জমে থাকা জল পরিস্কারে উদ্যোগ নিয়েছে মেদিনীপুর পৌরসভা। চলছে মশা মারতে স্প্রে করার কাজও। শহরবাসীকেও সচেতন থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এর মধ্যে এক ভিন্ন চিত্র দেখা গেল শুক্রবার সন্ধ্যায়। মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় ধর্মা দুর্গা পূজা কমিটি ও স্থানীয় কাউন্সিলারের সহযোগিতায় মশারি বিতরণ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন ডিএসপি আহসান কাদেরী, কাউন্সিলার সৌরভ বসু, দুলাল দত্ত। বিগত বছরগুলিতে পুজোর আগে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি হয়ে থাকে, এবার মশারি বিতরণ কেন? স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু জানিয়েছেন, “মেদিনীপুর শহরে যেভাবে ডেঙ্গু বাড়ছে এবং তাতে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। যে কারণেই পুজোতে যাতে সবাই ভালো থাকেন, নতুন করে আক্রান্তের সংখ্যা না বৃদ্ধি পায়, তা প্রতিরোধ করতে প্রত্যেকে যাতে মশারি টাঙিয়ে ঘুমান বাড়িতে সেই উদ্যোগেই মশারি বিতরণ করা হয়েছে। এদিন ৫০০ জন মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়েছে।” পরবর্তী দিনে এই ধরনের কর্মসূচি বিভিন্ন জায়গায় নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
Previous articleবিদ্যালয়ের উদ্যোগে শুরু হওয়া দুর্গা পুজো হয়ে উঠল সর্বজনীন
Next articleMedinipur Live: রাতে ঘুমন্ত নাবালিকাকে ঠাকুমার কাছ তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন৷ অভিযুক্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদন্ড ঘোষনা আদালতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here