Home Blog পরীক্ষাকেন্দ্রের শৌচাগারে সাপের ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি পরীক্ষার্থী

পরীক্ষাকেন্দ্রের শৌচাগারে সাপের ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি পরীক্ষার্থী

35
0

পরীক্ষা দিতে এসে সাপের ছোবলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি এক ছাত্রী। ঘটনাটি রবিবার শহরের রাঙামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ে। ওই ছাত্রীর নাম লিপ্সা সাউ (১৯)। বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে। রবিবার ছিল ‘নিট’ পরীক্ষা। তার সিট পড়েছিল রাঙামাটি উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা শুরুর অনেক আগেই মা-বাবার সঙ্গে পৌঁছে গিয়েছিল পরীক্ষা কেন্দ্রে। সেই সময় শৌচাগারে গিয়েছিল সে। তখনই তাকে সাপের ছোবল মারে বলে দাবি লিপ্সার। তার চিৎকার শুনে ছুটে আসেন সকলে। দায়িত্বে থাকা শিক্ষক তার অভিভাবককে জানাই বিষয়টি। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে সমস্যা নিট পরীক্ষা পরীক্ষাকেন্দ্র ছাড়া হাসপাতাল বা অন্য কোথাও পরীক্ষা দেওয়ার নিয়ম নেই। যে কারণেই সে প্রাথমিক চিকিৎসার পরই ফিরে আসার ইচ্ছে প্রকাশ করে পরীক্ষাকেন্দ্রে। নিজের এক বছর সে নষ্ট করতে চায় না। চিকিৎসকদের নিষেধাজ্ঞা সত্ত্বেও মেয়ের সিদ্ধান্ত মেনে তাকে ফের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে সে আবার অসুস্থ বোধ করে বলে জানা গিয়েছে। সেই মুহূর্তে তাকে পুনরায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাকে ঘিরে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কেন কর্তৃপক্ষ শৌচাগার সহ বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেনি। বড়সড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?

Previous articleমেদিনীপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে ধস্তাধস্তি বাম-বিজেপির
Next articleসিনিয়র চিকিৎসকদের অভাবে প্রসূতি মৃত্যুর অভিযোগে মেদিনীপুর হাসপাতালে ভাঙচুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here