Home Blog ‘পরিচয়হীন’ সদ্যজাতদের আর ঝোপে-জঙ্গলে ফেলতে হবে না, ‘পালনা’-তে দিলে শিশু প্রাণ রক্ষা...

‘পরিচয়হীন’ সদ্যজাতদের আর ঝোপে-জঙ্গলে ফেলতে হবে না, ‘পালনা’-তে দিলে শিশু প্রাণ রক্ষা করবে প্রশাসন

32
0
মেদিনীপুর : আর জঙ্গলে বা আবর্জনার স্তুপে সদ্যজাতদের ফেলতে হবেনা, শিশুপ্রাণ রক্ষার্থে প্রশাসনই ব্যবস্থা করে দিল নির্দিষ্ট স্থানের। ধাতব একটি ছোট্ট ঘর থাকবে হাসপাতাল চত্বর সহ বেশ কিছু উপযুক্ত স্থানে। যেখানে কোনো শিশুকে ফেলে দেওয়ার মানসিকতা তৈরি হলে যেখানে সেখানে না ফেলে প্রশাসনের তৈরি করা নির্দিষ্ট স্থানে রেখে দিতে পারবে। সেখানে ফেলে দেওয়া ব্যক্তির কোনো পরিচয় প্রকাশ পাবে না। কিন্তু বাচ্চাকে ভেতরে রেখে দিলেই সেন্সারের মাধ্যমে খবর যাবে আধিকারিকদের কাছে। দায়িত্বে থাকা নার্স বা কর্মীরা তাঁকে উদ্ধার করে ব্যবস্থা নেবে সুরক্ষার। বৃহস্পতিবার মেদিনীপুরে উদ্বোধন করলেন জেলা শাসক খুরশীদ আলী কাদেরি। যার পোশাকী নাম দেওয়া হয়েছে ‘পালনা’।
রাজ্যে সরকারের উদ্যোগে এই প্রথম চালু করা হল পশ্চিম মেদিনীপুরেই। চারটি এমন কাউন্টারের মতো ঘর তৈরি করা হচ্ছে। সেগুলি রাখা হবে জেলার মেদিনীপুর মে়ডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঘাটাল, খড়্গপুর সহ আরও একটি স্থানে। জেলা শাসক জানিয়েছেন, “সম্প্রতি এমন বেশ কিছু শিশুকে উদ্ধার করা হয়েছে জঙ্গল থেকে নয়তো ডাস্টবিন থেকে, ঝোপ থেকে। সেখানে শিশুদের অনেক ক্ষেত্রে রক্ষা করা যায় না। তাদের রক্ষা করতেই এই উদ্যোগ। উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পালন করা হবে প্রশাসনের পক্ষ থেকে।” বিষয়টি নিয়ে আশাবাদী জেলার শিশু সুরক্ষা দফতরের আদিকারিক সন্দীপ কুমার দাসও। পুরো মেসিনারির ব্যাখ্যা দিয়ে বলেন, “আপাতত জেলার মধ্যে চারটি স্থানে সেগুলি রেখে কাজ শুরু হচ্ছে। পরে প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে।”
Previous articleMedinipurlive : পারিবারিক জমি রেজিষ্ট্রি সেরেছিলেন রেজিষ্ট্রি অফিসে৷ প্রতারকরা আধার ক্লোন করে রেজিষ্ট্রিতে অংশ নেওয়া ৫ ভাইয়ের একাউন্ট থেকে গায়েব করলো সব টাকা
Next articleপাখি বাঁচাতে রাত পাহারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here