Home Blog দল টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন,৩৬ জন নেতাকর্মীকে সাসপেন্ড করল...

দল টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন,৩৬ জন নেতাকর্মীকে সাসপেন্ড করল তৃণমূল

29
0

মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচন
পর্বে দল প্রার্থী করার জন্য টিকিট দেয়নি। তাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজে
থেকে নির্দল প্রার্থী হয়েছিলেন তৃণমূলের একদল নেতাকর্মী। তৃণমূল প্রার্থীর
বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন তারা। এমন জেলার ৩৬ জনকে সাসপেন্ড করল তৃণমূল। যারা ব্লক
ও অঞ্চল নেতৃত্ব স্থানাধিকারী।

তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা
বলেন-” একদল তৃণমূলের নেতাকর্মী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী
হয়েছিলেন। তাদের প্রথম অনুরোধ করা হয়েছিল। মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল।
হুঁশিয়ারি সত্ত্বেও তারা প্রত্যাহার করেননি তাই মেদিনীপুর সাংগঠনিক জেলার মধ্যে
থাকা ৩০ জনকে সাসপেন্ড করা হলো দল থেকে।”

অন্যদিকে তৃণমূলের পশ্চিম
মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক তৃণমূলের পক্ষ থেকে একই অভিযোগে ছয়জনকে সাসপেন্ড
করা হলো বলে জানালেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত।

উল্লেখ করা যেতে পারে, পৌরসভা নির্বাচনের সময়ও দলের বিরুদ্ধে গিয়ে নির্দলে দাঁড়িয়ে অনেক
তৃণমূল কর্মী জিতেও গিয়েছিলেন। কিন্তু তাদের সাসপেন্ড করা হয়েছিল ।আজও তাদের
পুনরায় তৃণমূলে নেওয়া হয়নি।


Previous articleসবংয়ে বিজেপি কর্মী দীপক সামন্তের মৃত্যু নিয়ে আরও জলঘোলা, থানায় দুদিকের দু’রকম অভিযোগ
Next articlePanchayet Election 2023: “উর্দির সম্মান করুন,উর্দি খুললে অনেক পুলিশ অফিসারদের আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাপ দেখা যাবে”- ঘাটালে বললেন মহম্মদ সেলিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here