Home Blog দক্ষিণ পূর্ব রেওলয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা

দক্ষিণ পূর্ব রেওলয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা

14
0

অনেকটা কঠিন পথ পেরিয়ে এই প্রথম কোনো মহিলা ট্রেন চালক দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনের দায়িত্ব সামলালেন। মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন নিয়ে যাত্রাও শুরু করে দিয়েছেন। দক্ষিণ পূর্ব জোনে প্রথম মহিলা প্যাসেঞ্জার ট্রেন চালক হিসেবে পরিচিতি লাভ করলেন দীপান্বিতা দাস। এর আগে তিনি মালগাড়ির চালক হিসেবে দায়িত্ব সামলেছেন। জানা গিয়েছে,  দীর্ঘ কুড়ি বছর ধরে চেষ্টা করে আজ সফল। অনেকে মহিলা সহচালক হিসেবে চাকুরিতে যোগ দিয়েও একসময় অন্য ডিউটির দিকে সরে যেতে হয়েছে। কিন্তু দীপান্বিতা চোয়াল শক্ত করে ডিউটি করে গেছেন। হয়তো চলার পথে বারবার শুনতে হয়েছে, “এ কাজ মেয়েদের নয়, তোমরা পারবে না।” তবু সবাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দীপান্বিতা আজ মালগাড়ির বন্ধুর পথ পেরিয়ে প্যাসেঞ্জার ট্রেনের চালকের আসনে বসেছেন। এরাই তো আজকের দুর্গা! কয়েকবছর আগে দক্ষিণ পূর্ব জোনে প্রথম মহিলা গুডস লোকো পাইলটও হয়েছিল দীপান্বিতা দাস।

Previous articleজেড প্লাস নিরাপত্তায় সদ্যজাতকে নিয়ে জাতীয় সড়ক পারাপার
Next articleমেদিনীপুর শহরে পুজোর কার্নিভাল ঘিরে উন্মাদনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here