Home Blog জলে ডুবেছে বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে যাতায়াত, দুর্ঘটনার দায় কে নেবে?

জলে ডুবেছে বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে যাতায়াত, দুর্ঘটনার দায় কে নেবে?

27
0

সম্প্রতি বর্ষণে ডুবে গিয়েছে বাঁশের সাঁকোর বিভিন্ন অংশ। জলপূর্ণ একদম সাঁকো বরাবর। তাতেই ঝুঁকিপূর্ণ যাতায়াত দেখা গেল শনিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায়। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগস্থলে কংসাবতী নদীর উপর রয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো। তার উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। গত কয়েক দিনের বৃষ্টিতে নদীতে জল বেড়ে ডুবে গিয়েছে সাঁকো বিভিন্ন অংশ। জলপূর্ণ হয়ে গিয়েছে একদম সাঁকো বরাবর। তার মধ্যেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাইক আরোহী থেকে পথচারীরা। দেখা গিয়েছে, একটি বাইকে দুজন করেও চেপে পেরিয়ে যাচ্ছেন। আশংকা থেকে যাচ্ছে দুর্ঘটনার। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সদস্য বাবাই মাঝির দাবি, “যে কোন সময় এতে দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের নজরদারি প্রয়োজন।” তবে যাত্রীদের অভিযোগ, নৌকোয় খরচ হবে বলে ফেরিঘাট কর্তৃপক্ষ নৌকো চালায়নি। বাধ্য হয়েই যাতায়াত করতে হচ্ছে। যদিও দুর্ঘটনা ঘটবে না বলে দাবি ফেরিঘাট কর্তৃপক্ষের অনুপ ঘোড়াই-এর। তিনি বলেন, “আমাদের নজরদারি রয়েছে, নিয়মিত পরীক্ষা করা হচ্ছে বাঁশগুলিও। যাত্রীদের বলা হচ্ছে মোটর সাইকেলে চালক ছাড়া অন্য কেউ যেন চেপে না যান। তার জন্য হোর্ডিংও টাঙানো হয়েছে। তারপরও কিছুজন শুনছে না কথা।” কিন্তু দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?

Previous articleসবুজ সংকেত মিলতেই মোহনপুর ব্রিজে শিথিল হল ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
Next articleজেলায় ডেঙ্গু আক্রান্ত ৫৮৮, পর্যালোচনা বৈঠকে এফআইআর ১৮ পুকুর মালিকের বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here