Home Blog চূড়ান্ত উচ্ছেদ অভিযান শুরু করছে মেদিনীপুর পৌরসভা, শনিবার সকাল থেকে ফুটপাতের ব্যবসায়ীদের...

চূড়ান্ত উচ্ছেদ অভিযান শুরু করছে মেদিনীপুর পৌরসভা, শনিবার সকাল থেকে ফুটপাতের ব্যবসায়ীদের হুঁশিয়ারিতে পুলিশ ও পৌরসভা

21
0

মেদিনীপুর: শনিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক এলাকা থেকে বটতলাচক এলাকা পর্যন্ত বিশেষ অভিযান চালালো পুলিশ ও পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, পৌর আধিকারিকরা ছাড়াও কোতোয়ালি থানার পুলিশ সঙ্গে থেকে রাস্তার দুপাশে থাকা ব্যবসায়ীদের নির্দেশিকা জারি করে দেয়। জানিয়ে দেওয়া হয় রাস্তার পাশে থাকা নিকাশী নালার পরে থাকতে হবে ফুটপাতের ব্যবসায়ীদের। অন্যথায় সমস্ত বাজেয়াপ্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন “মেদিনীপুর শহরের স্কুল বাজার থেকে বেশ কিছুটা রাস্তা ফুটপাত দখলমুক্ত করে সম্প্রসারণ করা হয়েছিল। হুঁশিয়ারি সত্ত্বেও ফুটপাতের ব্যবসায়ীরা পুনরায় তা দখল করে ব্যবসা শুরু করেছেন। তাই জগন্নাথ মন্দির চক এলাকা থেকে বটতলাচক পর্যন্ত দুই প্রান্তের ব্যবসায়ীদের শেষ হুঁশিয়ারি দেওয়া হয়েছে শনিবার। জানানো হয়েছে-এরপর রাস্তার পাশে থাকা নিকাশী নালা টপকে ফুটপাতের দোকানের সামগ্রী রাস্তায় এলে সব বাজেয়াপ্ত হবে। নেওয়া হবে আইনি ব্যবস্থা।”Published from Blogger Prime Android App

Previous articleMedinipur : সন্ধ্যায় যুগলে ঘুরতে গিয়েছিলেন ড্যাম্পের ধারে, যুবককে বেধড়ক মেরে যুবতীকে অপহরণ, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে অক্ষত অবস্থায় যুবতীকে উদ্ধার পুলিশের, আটক ২
Next article১৪ ই আগস্ট জেলায় কন্যাশ্রী দিবস, ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস, একাধিক প্রস্তুতি মেদিনীপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here