Home Blog চুরি করতে এসে পারফিউমে মজলো চোরেরা!

চুরি করতে এসে পারফিউমে মজলো চোরেরা!

36
0

রাতে ফাঁকা ছিল বাড়ি। বুঝতে পেরে রাতেই দরজা ভেঙে বাড়িতে ঢুকে নিশ্চিন্তে চুরি পর্ব সেরে ফেললো চোরের দল। মুল্যবান জিনিস হাতানোর পাশাপাশি ড্রেসিং টেবিলে রাখা পারফিউম মেখে শেষ করে দিয়েছে চোরেরা। পরদিন পরিবারের লোকজন বাড়িতে ঢুকেই বুঝে ফেললেন পুরো কর্মকান্ড। তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন জামকুন্ডা এলাকায়। ওই বাড়ির মালিক স্বপন মন্ডল গত ৬ মাস আগে মারা গিয়েছেন। মেয়েদের বিয়ে হয়েছে আগেই। ফলে তারা থাকেন অন্যত্র। ছেলে থাকেন অন্যত্র বাড়ি করে। বাড়িতে থাকতেন প্রয়াত স্বপন বাবুর স্ত্রী করুণাময়ী মন্ডল। পাশাপাশি রয়েছে প্রতিবেশীরা৷ সম্প্রতি শারীরিক অসুস্থ মনে হওয়াতে শুক্রবার করুনাময়ী দেবী ভুবনেশ্বরে রওনা দিয়েছেন চিকিৎসার জন্য। কাউকে বোঝার সুযোগ না দিয়েই গিয়েছিলেন। কিন্তু চোরেরা ঠিক বুঝতে পারে বাড়িতে ওই রাতে কেউ ছিলনা। রাতেই দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। নিশ্চিন্তে চুরি করে ফেলে! সকালে ওই মন্ডল দম্পতির মেয়ে জামাই বাড়িতে হাজির হয়। বাড়ি দেখভালের জন্য হাজির হতেই গিয়েই দেখেন দরজা সমস্ত ভাঙা। ভেতরে ঢুকেই বুঝতে পারেন আলাদা পরিবেশ। আলমারি সহ সমস্ত বাক্স ভেঙে ফেলেছে কেউ বা কারা। খাটের লেপ বালিশ কিছুই স্বাভাবিক নেই। তছনছ করে জড়ো করে দেওয়া হয়েছে ঘরের ভেতরে। আলমারি ভেঙে কাগজপত্র ছড়িয়ে ফেলা রয়েছে। এমনকি ড্রেসিং টেবিলের সামনে রাখা পারফিউমটাও খালি। ওই পরিবারের জামাই বলেন, প্রায় ৩০ হাজার টাকা নগদ সহ ভরি তিনেক সোনা চুরি গিয়েছে। সেই সাথে সমস্ত জিনিস তছনছ করে ফেলেছে। বাড়িতে রাখা পারফিউমটাও মেখে শেষ করে দিয়েছে। ঘটনার তদন্তে কোতয়ালী থানার পুলিশ।

Previous articleমেদিনীপুর শহরের রাস্তায় টোটো চালাচ্ছে পুলিশ!
Next articleখড়্গপুর শহরে তৃণমূল কার্যালয়ে এলোপাতাড়ি গুলি, রক্তাক্ত তৃণমূল কর্মী ভর্তি মেদিনীপুর হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here