Home Blog চাঁদা আদায়ের নামে জুলুম, গাড়ির চালককে মারধর, উত্তেজনা এলাকায়

চাঁদা আদায়ের নামে জুলুম, গাড়ির চালককে মারধর, উত্তেজনা এলাকায়

26
0

মহালয়া উপলক্ষ্যে রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায়ের জুলুমের অভিযোগ মেদিনীপুর সদরে। গাড়ির চালক ও খালাসিকে ব্যাপক মারধর। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ধেড়ুয়ার দিক থেকে একটি বাঁশ বোঝায় লরি মেদিনীপুরের দিকে আসছিল। সেই সময় চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের চিলগোড়া এলাকায় ওই লরিটিকে থামতে বলে চাঁদা আদায়কারী স্থানীয় যুবকরা। লরির গতিবেগ কমাতে দেরি হওয়ায় চালককে হেনস্তা করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহালয়া উপলক্ষে ওই এলাকায় অনুষ্ঠান হয়ে থাকে। তারই জন্য গাড়ি আটকে চাঁদা আদায় চলছিল মেদিনীপুর-ধেড়ুয়া সড়কে। লরি চালককে হেনস্তা করলে গাড়িতে থাকা অন্যান্য শ্রমিকরা প্রতিবাদ করে। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা ও মারধর শুরু হয়। গাড়ি থেকে নামিয়ে চালক এবং খালাসীকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। যার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মাধ্যমে। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গাড়ির চালক অজিত নস্কর জানিয়েছেন, “ওরা রাস্তার বাঁকে চাঁদা আদায় করছিল। লোড গাড়ি থামাতে আমার দেরি হওয়ায় অশ্লীল গালিগালাজের পাশাপাশি মারধর করে। পরে কিছু স্থানীয় মানুষজন এসে পরিস্থিতি সামাল দেয়। রাস্তায় এরকম অনেক চাঁদা দিতে হয় আমাদের। তবে জুলুম করা ঠিক নয়।”

Previous articleফের চর্চায় আমড়াতলা ড্যাম্প, স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু মেদিনীপুর মেডিক্যালের ইন্টার্নের
Next articleমেদিনীপুর শহরে বন্ধ হচ্ছে টোটো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here