Home Blog গোপগড় ইকো পার্কে উঁকি দিয়ে শহরের কাছ থেকে ঘুরে গেল হাতির পাল

গোপগড় ইকো পার্কে উঁকি দিয়ে শহরের কাছ থেকে ঘুরে গেল হাতির পাল

30
0

ফের গোপগড় ইকো পার্কে হাতির প্রবেশ। এবার একটা নয়, একসঙ্গে ছয় থেকে সাতটি হাতির একটি পাল প্রবেশ করে। তার আগে শহরে পা রাখার চেষ্টাও করেছিল। তবে বনদপ্তরের তৎপরতায় ফের জঙ্গলে ফেরত যায়। বুধবার সন্ধ্যায় হাতির একটি পাল শহরের উপকণ্ঠ নন্দগাড়ীর লোকালয়ে নেমে পড়ে। হাতিগুলিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠায় বনকর্মীরা। কিছুক্ষণ পর বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে হাতির পাল চলে যায় খেজুরডাঙ্গা নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের কাছে। আবার সেখান থেকে জঙ্গলে ফেরত পাঠালে শহরের উপকণ্ঠ বৈশাখীপল্লীর কাছে পৌঁছে যায়। শেষমেষ সেখান থেকে তাড়া দিলে হাতির পাল প্রবেশ করে গোপগড় ইকো পার্কে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পার্কে প্রবেশ করে কয়েকটি গাছ ও জলের ট্যাপ ভেঙে ফেলে। বুঝতে পেরে সেখান থেকে হুলা জ্বালিয়ে বাগডুবির জঙ্গলে ফেরত পাঠিয়ে সকালে অফিসে ফিরে যান বনকর্মীরা। বৃহস্পতিবার বিকেল থেকে ফের বনকর্মীরা জঙ্গল লাগোয়া লোকালয়ে মশাল হাতে টহল দিতে শুরু করেন। যাতে করে হাতির পাল পুনরায় শহরমুখী না হয়। উল্লেখ করা যায়, দু’বছর আগে ফেব্রুয়ারি মাসেই একটি দলছুট হাতি প্রবেশ করেছিল মেদিনীপুর শহরে। যাকে সরাতে হিমশিম খেতে হয়েছিল বনদপ্তরকে। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি করতে হয়েছিল।

Previous articleযুবকের মৃতদেহ উদ্ধার, সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য
Next articleদেবের বিরুদ্ধে শঙ্কর দলুই-এর অডিও ভাইরাল, চেয়ারম্যান পদ থেকে সরালো শঙ্করকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here