Home Blog গরম উপেক্ষা করে দেব-কে দেখার ভিড়

গরম উপেক্ষা করে দেব-কে দেখার ভিড়

24
0

কেশপুর: শনিবার বেলা ১১ টার পর কেশপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেব। প্রচারে বেরিয়ে ভিড় ঠেলে ঘুরলেন একের পর এক জায়গাতে। ৪১ ডিগ্রী তাপমাত্রা প্রচারের গতি কিছুটা কমিয়ে দিলেও বন্ধ থাকেনি। প্রচারে বেরিয়ে এদিন কেশপুরের ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন তিনি। তিনি আসবেন জানতে পেরে বহু মানুষ যুবক-যুবতী তারা অপেক্ষা করছিলেন। পুজো দিয়ে সেখানেই উপস্থিত ভিড়ের মাঝে পথসভায় বক্তব্য রাখেন তিনি। গত ১০ বছরে কি কি করেছেন তার হিসাব দেন। পরে কেশপুরের এক নম্বর অঞ্চলের সোলডিহা এলাকায় প্রচার করেন তিনি। সেখানেই বসেন একটি চায়ের দোকানে চা চক্রে। তিনি বলেন, “তাপমাত্রা অনেক বেশি। তা সত্ত্বেও বহু মানুষ আমার জন্য অপেক্ষা করছে দেখে কোন জায়গাতেই যেতে বাকি রাখছি না। চেষ্টা করছি প্রতিটি অঞ্চলে ঘোরার। মানুষের আবেগ উচ্ছ্বাস আজও একই রকম আছে।” তবে ভূপতিনগরে এনআইএ-এর উপর হামলার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “এই হামলা বা আক্রমণ এগুলো বন্ধ হওয়া উচিত। এটা না করলেই ভালো হয়। তবে এটাও ঠিক এই নির্বাচনের সময়েই এই তদন্তটা কিসের? ঘটনাটা তো অনেক আগের তাহলে এতদিন হল না কেন? এই তদন্ত পরেও হতে পারতো! মানুষ এটা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছেন কি ঘটছে। এবং এটা যে বিশেষ দল দ্বারা পরিচালিত হচ্ছে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে যারা করাচ্ছেন আখেরে তাদেরই ক্ষতি হচ্ছে।” তবে ঘটনার দায় মুখ্যমন্ত্রীর উপর চাপিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “এ রাজ্যে ইডি থেকে এনআইএ আধিকারিকদের আক্রমণের শিকার হতে হচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।”

Previous articleপ্রখর রৌদ্রের তাপে ক্লান্ত হাতি, জল দিয়ে স্নান করিয়ে দিল যুবক, কে ওই যুবক ? বিস্তারিত জানতে পড়ুন
Next articleবিতর্কের পর ব্যাকড্রপে চেটানো হলো দিলীপ ঘোষের ছবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here