Home Blog খড়্গপুর শহরে তৃণমূল কার্যালয়ে এলোপাতাড়ি গুলি, রক্তাক্ত তৃণমূল কর্মী ভর্তি মেদিনীপুর হাসপাতালে

খড়্গপুর শহরে তৃণমূল কার্যালয়ে এলোপাতাড়ি গুলি, রক্তাক্ত তৃণমূল কর্মী ভর্তি মেদিনীপুর হাসপাতালে

27
0

২০১৭ সালের  পুনরাবৃত্তি! খড়্গপুর শহরে ফের গুলি চলার ঘটনা। আহত এক তৃণমূল কর্মী ভর্তি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায়। ওই এলাকায় থাকা তৃণমূল কার্যালয়ের সামনে বসে থাকা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতি। একটি স্কুটিতে করে তিন যুবক এসে অতর্কিত এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ ওই যুবকের নাম বি সন্তোষ কুমার। তাকে উদ্ধার করে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রেফার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুষ্কৃতিদের ছোড়া বেশ কিছু গুলির একটি গুলি ওই যুবকের কোমরে লেগেছে বলে জানা গিয়েছে। আহত ওই যুবক জানিয়েছেন, “কারা কেন এই আক্রমণ করেছে কিছু বুঝতে পারছি না। তবে দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল, চেনা যায়নি। অতর্কিত গুলি চালিয়ে তারা বেরিয়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, খড়্গপুর শহরের ২০১৭ সালে ১১ই জানুয়ারি দুপুর তিনটে নাগাদ ওই নিউ সেটেলমেন্ট এলাকায় তৃণমূলের ওয়ার্ড কমিটির কার্যালয়ে বসে থাকা অবস্থায় তৃণমূল কর্মী শ্রীনু নায়ডুকে একদল দুষ্কৃতি এলোপাতাড়ি গুলি চালিয়ে খুন করেছিল। সেই হামলায় শ্রীনুর এক সহযোগী ধর্মা রাও তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। হামলায় জখম হয়েছিল আরও কয়েকজন। মঙ্গলবার এই ঘটনা সেই স্মৃতি উসকে দিল। এই ঘটনা কোনো রাজনৈতিক নয় বলেই দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, “এটা ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যা থেকে হতে পারে। যদিও আমাদের রাজনৈতিক কর্মী, তবুও পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।”

Previous articleচুরি করতে এসে পারফিউমে মজলো চোরেরা!
Next article২০০ টাকার জন্য মেদিনীপুর শহরে ৭০ বছরের বৃদ্ধাকে রক্তাক্ত করে টাকা ছিনতাই টোটো চালকের, বৃদ্ধার পাশে দাঁড়ালেন অন্যান্য টোটো চালকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here