Home Blog খড়্গপুরে ভর সন্ধ্যায় গুলি ব্যবসায়ীকে, গ্রেফতার এক

খড়্গপুরে ভর সন্ধ্যায় গুলি ব্যবসায়ীকে, গ্রেফতার এক

24
0

সোমবার সন্ধ্যায় খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকায় এক ব্যবসায়ীর পথ আটকে তার দুই পায়ে গুলি করল দুষ্কৃতিরা। দুটি পায়ে চারটে গুলি করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতাল পড়ে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমে এক ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করল স্থানীয় এক যুবককে। তার কাছে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম ভিআর নারায়ন রাও (৭০)। ওই ব্যক্তির বাড়ি সাউথ সাইড এলাকাতেই। জানা গিয়েছে, ওই ব্যক্তি খড়্গপুরে রেলওয়ে স্ক্র্যাপ কিনে ব্যবসা করেন। গত ৪৫ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার বিকেলে খড়্গপুরের ওয়াগান সপের ১২ নম্বর গেটে তার স্ক্র্যাপ লোড হচ্ছিল লরিতে। লোড হওয়ার পরে রেলের অফিসে যাচ্ছিলেন তিনি। ওই ব্যক্তির ভাই বলেন, “ওই সময় একটা অন্ধকার রাস্তায় তার পথ আটকায় ২ যুবক। দাদাকে ঠেলে ফেলে দিয়ে তার দুটি পায়ে চারটি গুলি করা হয়েছে। কারা এবং কেন গুলি করল তা বুঝতে পারছি না।” রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা অস্ত্র উদ্ধারের কাজ চলছে। ব্যবসায়িক লেনদেন থেকে এই গুলি করার ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

Previous articleএই প্রথম জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার
Next articleFood is our common ground, a universal experience

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here