Home Blog কোতয়ালী থানায় তালা লাগানোর ঘটনায় বিজেপি প্রার্থী সহ ১৫ জনের নামে এফআইআর

কোতয়ালী থানায় তালা লাগানোর ঘটনায় বিজেপি প্রার্থী সহ ১৫ জনের নামে এফআইআর

29
0

মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করতে বুধবার বিকেলে মেদিনীপুর শহরে কোতয়ালী থানায় হাজির হয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতাকর্মীরা। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে তর্ক বচসায় জড়ায় বিজেপি নেতাকর্মীরা। বিজেপি নেতা অরূপ দাসকে বলতে শোনা গিয়েছে, থানার তালা লাগিয়ে দেওয়ার কথা। সেইমত কিছুক্ষণ পরেই থানার সামনের রাস্তা অবরোধ করে গেটে তালা লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা। পরে অবরোধ তুলতে গিয়ে ফের পুলিশের সঙ্গে বচসায় জড়ায় তারা। সেই ঘটনায় প্রার্থী অগ্নিমিত্রা পালসহ ১৫ জন বিজেপির নেতাকর্মীর নামে এফআইআর পুলিশের। বৃহস্পতিবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, থানার গেটে তালা লাগানোর ঘটনায় মোট ১৬ জনের নামে এফআইআর করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা অরূপ দাস বলেন, “আমরা এফআইআর করতে গিয়েছিলাম। পুলিশ এফআইআর নেয়নি। পুলিশ তৃণমূলের নির্দেশে কাজ করছে। এই লোকসভায় জুন মালিয়াকে জেতাতে চেষ্টা করে যাচ্ছে পুলিশ। পুলিশ উল্টে হেনস্তা করেছে অগ্নিমিত্রা পালকে। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছে, এফআইআর না নিয়ে। পুলিশের উদ্দেশ্য নির্বাচনের কাজ থেকে আমাদের সরিয়ে জুন মালিয়াকে জেতানো। আমরা আইনের পথে লড়বো।”

Previous articleভাদুতলার জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে আটক এক ব্যক্তি
Next articleএই প্রথম জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here