Home Blog কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে পশ্চিম মেদিনীপুরে দুই কৃষকের মৃত্যু

কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে পশ্চিম মেদিনীপুরে দুই কৃষকের মৃত্যু

36
0

বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলায় দুই কৃষকের মৃত্যু। কৃষিজমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় জেলার পাঁচরা এলাকায় মাঠে ধানের তলা ফেলছিলেন লক্ষীরাম বেসরা ও তার ছেলে। হঠাৎ বজ্রপাত হয়। তারপরই মাটিতে লুটিয়ে পড়েন লক্ষীরামবাবু। ছেলে দেখেন বাবা মাটিতে শুয়ে পড়েছে। কাছে গিয়ে ডেকে তোলার চেষ্টা। সাড়া না পেয়ে বুঝতে পেরে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় আরও এক কৃষকের। মৃত কৃষকের নাম চঞ্চল দাস (৪৬)। বাড়ি চন্দ্রকোণার বারিণ্যা গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে থাকা বাদাম জড়ো করতে গিয়েছিলেন চঞ্চল বাবু। সেসময় বজ্রপাত হলে জমিতেই লুটিয়ে পড়েন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টির সাথে মুহুর্মুহু বজ্রপাত কেড়ে নিল দুই কৃষকের প্রাণ।

Previous articleশহরে যানজটের মূলে টোটো, টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্দোলনে টোটো চালকরা
Next articleবন আধিকারিকের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ, বিক্ষোভ, বাজেয়াপ্ত গাছের গুঁড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here