Home Blog কলকাতা থেকে ওড়িশাগামী চলন্ত বাসে হঠাৎ আগুন, মাদপুরের ঘটনায় মৃত্যু এক

কলকাতা থেকে ওড়িশাগামী চলন্ত বাসে হঠাৎ আগুন, মাদপুরের ঘটনায় মৃত্যু এক

17
0

খড়্গপুর : শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে উড়িষ্যা যাচ্ছিল যাত্রী ভর্তি একটি বেসরকারি বাস। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় খড়গপুর গ্রামীণ থানার মাদপুরে রাত দশটা নাগ হঠাৎ আগুন লেগে যায় ওই বাসে। বাস থেকে সকলেই বেরিয়ে পালাতে পারলেও একটি শিশু পুড়ে মারা গিয়েছে বলে জানা যায় আগুন নেভানোর পর। রাতেই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও দমকলের বিশাল বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় যেকোনো কারণে আগুন লেগে যায় বাসটিতে। রাত দশটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে দেন চালক। দ্রুত সকলে বাস থেকে বেরিয়ে পড়েন। পুরোপুরি বাস থেকে সকলে নেমেছে নিশ্চিত হওয়ার আগেই ভয়ংকর আগুন ধরে যায় বাসটিতে। খড়গপুর থেকে দমকলের তিনটি ইঞ্জিন সেখানে হাজির হয়। ছুটে আসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল। হাজির হয়ে যান পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ বিভিন্ন আধিকারিকরা। বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হয়। এরপর বাসের ভেতর তল্লাশি চালিয়ে দেখা যায় পুড়ে মৃত্যু হয়েছে একটি শিশুর। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “সমস্ত লোক জনকে উদ্ধার করা হয়েছিল। তবে একটি শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনায়। বাস চালকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। প্রয়োজনীয় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনায় শোকের ছায়া। রাতেই জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। গভীর রাতে সেখানে ছুটে আছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। ছুটে যান খড়্গপুর লোকাল থানাতেও পরিস্থিতি জানার জন্য। মানস রঞ্জন ভূঁইয়া বলেন, “এসপি-র নেতৃত্বে পুলিশ ও জেলা শাসকের দপ্তরের তত্ত্বাবধানে আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সকলে স্পটে থেকে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগামীকাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে তাদের গন্তব্যে। এখনো পর্যন্ত এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।”

Previous articleবেহাল রাস্তা, উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক
Next articlesnach : পাঁশকুড়াতে কেপমারি করে মেদিনীপুর শহরে নামী হোটেলে দুষ্কৃতির দল,গ্রেফতার করে উদ্ধার বিপুল টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here