Home Blog কয়েক মাস ধরে হাতির তাণ্ডব, পথ অবরোধ

কয়েক মাস ধরে হাতির তাণ্ডব, পথ অবরোধ

20
0

 কয়েক মাস ধরে হাতির তাণ্ডব, পথ অবরোধ 

ঝাড়গ্রাম : নেই জমিদার, বর্গিরাও আর দেয় না হানা। তবু রাত হলেই অব্যাহত রয়েছে হানাদারি জঙ্গলমহল জুড়ে। অতিষ্ঠ এলাকাবাসী। গত কয়েক মাস ধরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে হাতির পাল। জমির আল ধরে হুলা টিম ময়দানে নামলেও, কার্যত তারা ব্যর্থ হয়েই ফিরে আসছেন। অনেক সময় হুলা টিমের উপস্থিতিতেই তাণ্ডব চালিয়েছে হাতির পাল। ঘরবাড়ি ভাঙার পাশাপাশি জমির ফসলের ব্যাপক ক্ষতি। 


মাসের পর মাস হাতির হানায় ক্ষতির প্রতিবাদে পথ অবরোধ ক্ষতিগ্রস্ত কৃষকদের। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কেন্দুবনি থেকে পাথরা যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে হাতির পাল। বর্তমানে কলাইকুন্ডা এলাকায় প্রায় ৬০ টি হাতির একটি পাল রয়েছে। গতরাতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলে। এমনিতেই ঝাড়গ্রাম জেলায় প্রায় হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটছে। তারপর এই দিনের ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে। বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তারা। রাতে বনদপ্তরের আধিকারিকদের দেখা মেলে না বলেও অভিযোগ। এক ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও হুঁশিয়ারি দিয়েছেন, হাতির পাল এলাকা থেকে না সরলে ফের অবরোধের। বনদপ্তর থেকে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলায় ১০০ টির বেশি হাতি রয়েছে। মেদিনীপুর দিয়ে বাঁকুড়া পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে বলে বনদপ্তর থেকে জানা গিয়েছে।


Previous articlesreeleathers : রাত দুটো থেকে দীর্ঘ লাইন, ভিড়ে অসুস্থ এক, শাটার বন্ধ করতে হয়েছিল শ্রীলেদার্স-এর
Next articleআর কলকাতা নয়, এবার মেদিনীপুর মেডিক্যালে তৈরি হবে সুপার স্পেশালিটি ব্লক, মিলবে আরও ৬ টি জরুরি পরিষেবা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here