Home Blog একের পর এক বাড়ি ভাঙচুর

একের পর এক বাড়ি ভাঙচুর

23
0

যেখানে যাচ্ছে সেখানেই ভেঙে ফেলছে একের পর এক বাড়ি। কয়েক ঘন্টায় দল হাতির হানায় ভাঙলো সাতটি বাড়ি। ঘটনাটি মেদিনীপুর সদরের চাঁদড়া এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ৪০ টি হাতির একটি দল কলাইকুন্ডা এলাকা থেকে কংসাবতী নদী পেরিয়ে প্রবেশ করে চাঁদড়া রেঞ্জের শুকনাখালির জঙ্গলে। সন্ধ্যা হতেই বৃষ্টির মধ্যেই খাবারের খোঁজে নেমে পড়ে জমিতে। জমিতে খাবার না পেয়েই হানা দেয় জঙ্গল লাগোয়া বাড়িগুলিতে। তাতে সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। তবে মেদিনীপুর সদরে প্রবেশের আগেও মানিকপাড়ার চিথলবনী এলাকায় একাধিক বাড়ি ভাঙার ঘটনা ঘটে হাতির এই দলটির হানায়। বৃহস্পতিবার সন্ধ্যা বেলা হাতির দল ডুমুরকোটা এলাকায় নেমে পড়ে। সেখান থেকে স্থানীয়দের তাড়া খেয়ে চলে যায় কেশাশোল, পুটকি এলাকায়। ওই এলাকায় দল থেকে বেরিয়ে একটি হাতি ৬টি বাড়িতে ভাঙচুর চালায় খাবারের খোঁজে। তাতে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। দাবি ওঠে হাতির দলকে ওই রাতেই এলাকা থেকে সরানোর। ময়দানে নামে হুলা টিম। কোনরকমে হাতির দলকে ধেড়ুয়া-মেদিনীপুর সড়ক পার করে কংসাবতী নদীর দিকে পাঠাতে সক্ষম হয়। সেখানেও বয়লাশোল গ্রামে এক ব্যক্তির ইটের দেওয়াল ভেঙে ফেলে। পরে হাতির পালকে তাড়িয়ে কংসাবতী নদী পার করে মানিকপাড়ার রামরামার জঙ্গলে পাঠাতে সক্ষম হয় বনদপ্তর। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পান্ডা জানিয়েছেন, “সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির দ্বারা। সরকারি নিয়মানুসারে ক্ষতিপূরণ পাবে। হাতির দলটি আপাতত ঝাড়গ্রামের মানিকপাড়ার জঙ্গলে চলে গিয়েছে।”

Previous articleজুনের মনোনয়নে ভিড়, ছিলেন সুজয়
Next articleসিল করার পরও বনদপ্তরের নাকের ডগায় রমরমিয়ে চলছে কাঠ মিল, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বনদপ্তরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here