Home Blog উদ্ধার হওয়া শিশুদের অন্নপ্রাশন পালিত হল সরকারী হোমে

উদ্ধার হওয়া শিশুদের অন্নপ্রাশন পালিত হল সরকারী হোমে

37
0

মেদিনীপুর : জন্মের পরই ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল। দুই শিশুকে উদ্ধার করেছিল প্রশাসন। তাদের ঠাঁই হয়েছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা ভবনে। সেখান থেকেই বেড়ে উঠেছিল। এখন তাদের বয়স ৬ মাস। আর বাঙালির নিয়মরীতি মেনে শনিবার অন্নপ্রাশন পালিত হলো তাদের। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, ওয়ার্ড কাউন্সিলার সত্য সুন্দর পড়্যা সহ অন্যান্যরা। অতিরিক্ত জেলা শাসক জানিয়েছেন, “দুই শিশু উদ্ধার হয়েছিল। বাংলার সংস্কৃতি অনুসারে তাদের ৬ মাস পূর্ণ হওয়ায় অন্নপ্রাশন অনুষ্ঠান হয়েছে। এরকম অনেক শিশু এখানেই বড় হয়েছে। এখান থেকে সরকারী নিয়মানুসারে অনেক শিশু বিদেশে গিয়েছে।” উল্লেখ্য, ‘পরিত্যক্ত’ সদ্যজাতদের প্রাণ রক্ষায় উদ্যোগী প্রশাসন। অনেক সময় জঙ্গলে বা আবর্জনার স্তুপে সদ্যজাতদের ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেই শিশুপ্রাণ রক্ষার্থে প্রশাসনই ব্যবস্থা করে দিয়েছে নির্দিষ্ট স্থানের। ধাতব একটি ছোট্ট ঘর থাকবে জেলার চারটি স্থানে। যেখানে কোনো শিশুকে ফেলে দেওয়ার মানসিকতা তৈরি হলে যেখানে সেখানে না ফেলে প্রশাসনের তৈরি করা নির্দিষ্ট স্থানে রেখে দিতে পারবে। সেখানে ফেলে দেওয়া ব্যক্তির কোনো পরিচয় প্রকাশ পাবে না। কিন্তু বাচ্চাকে ভেতরে রেখে দিলেই সেন্সারের মাধ্যমে খবর যাবে আধিকারিকদের কাছে। দায়িত্বে থাকা নার্স বা কর্মীরা তাঁকে উদ্ধার করে ব্যবস্থা নেবে সুরক্ষার। যার পোশাকী নাম দেওয়া হয়েছে ‘পালনা’। কয়েকমাস আগে বিভিন্ন স্থানে ফেলে যাওয়া শিশুদের উদ্ধার করেছিল প্রশাসন। তাদের মধ্যে দু’জনের ৬ মাস পূর্ণ হলো শনিবার। সেই উপলক্ষ্যে অন্নপ্রাশন অনুষ্ঠান হোমে।

Previous articleদিনে ডাকাতি খড়্গপুর শহরে সোনার দোকানে, গুলিবিদ্ধ ব্যবসায়ী, গ্রেফতার ৫ দুষ্কৃতি
Next articleটানা অতিবর্ষণে বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত দুই, মেদিনীপুর সদরে পথ অবরোধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here