Home Blog ইউজিসি নেট দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন ডিএসও-র

ইউজিসি নেট দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন ডিএসও-র

41
0
সর্বভারতীয় নেট পরীক্ষার দুর্নীতির টের পেয়ে পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পর এমন দুর্নীতি প্রকাশ্যে আসায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ- হতাশা। দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়া ও গবেষকরা। ছাত্র সংগঠন ডিএসও-র আহ্বানে এই বিক্ষোভ হয়। উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সম্পাদিকা তনুশ্রী বেজ সহ অন্যান্যরা। সংগঠনের অভিযোগ, “কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি-২০২০ এর মধ্য দিয়ে ‘এক দেশ এক পরীক্ষা’ করতে চেয়েছিলেন, যা আজকে দুর্নীতির জন্ম দিচ্ছে। এজেন্সি রাজ কায়েম করেছে। আর কোচিং গুলির মুনাফার বন্দোবস্ত করেছে।” পরে ইউজিসি চেয়ারম্যানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন দেয়।
অন্যদিকে দাসপুর এলাকায় স্কুলের সহপাঠী এবং এলাকার মহিলাদের আপত্তিকর ভিডিও মোবাইল বন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে এক স্কুল ছাত্রকে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে আটক করে দাসপুর থানার পুলিশ। অভিযোগ, ওই একাদশ শ্রেণির ছাত্রটির সঙ্গে এই কাজে যুক্ত ছিল আরও বেশ‌ কয়েকজন। সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বাম ছাত্র সংগঠন ডিএসও-র পক্ষ থেকে  সোনাখালি বিডিও-কে ডেপুটেশন দেওয়া হয়। একইসঙ্গে এলাকায় সুস্থ  সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার দাবিও করে। উপস্থিত ছিলেন তন্ময় মাইতি, রবীন ভৌমিক, সৌমি মানিক, অঙ্কন মাঝি প্রমুখ।
Previous articleপড়ুয়ার মৃত্যু, খড়্গপুর আইআইটি-তে বিক্ষোভ, ডিরেক্টরকে গ্রেপ্তারের দাবি
Next articleঅপরিচিত মহিলাকে জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার করে ভর্তি মেদিনীপুর হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here