মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা আরও উন্নত করে নতুন বিভাগ নিয়ে চালু হতে চলেছে। গত জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িষ্যার ট্রেন দুর্ঘটনার সময়ে মেদিনীপুর হাসপাতালে হাজির হয়ে ১০০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈর করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজ। হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক তৈরী করতে মঙ্গলবার দুপুরে ৪১ ডেসিমেল জমি হস্তান্তরিত করলো ভূমি ও রাজস্ব দফতর। সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়ে গেলে যে সমস্ত রোগের জন্য রোগীদের কলকাতা যেতে হতো, এবার সব বিভাগই এখানেই তৈরী করা হবে। জেলা গ্রন্থাগারের পাশে জমি পেয়েই সঙ্গে সঙ্গে পরিদর্শন করলেন মেডিক্যাল কলেজ ও ভূমি দফতরের আধিকারিকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ১০০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও তৈরি শুরু হয়ে গিয়েছে এই হাসপাতালেই৷ মেদিনীপুর মেডিক্যালের কলেজের অধ্যক্ষা মৌসুমী নন্দী বলেন, “এই হাসপাতালের বাকি থাকা বিভাগগুলি তৈরি করতে হবে সুপার স্পেশালিটি ব্লক৷ যেগুলির জন্য রোগীদের কলকাতা যেতে হতো। এবার সববিভাগই এখানে হবে শীঘ্রই।”
আর কলকাতা নয়, এবার মেদিনীপুর মেডিক্যালে তৈরি হবে সুপার স্পেশালিটি ব্লক, মিলবে আরও ৬ টি জরুরি পরিষেবা
উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিনই পশ্চিম মেদিনীপুর ছাড়াও পাশাপাশি জেলাগুলি থেকে কয়েক হাজার রোগী চিকিৎসার জন্য আসেন। ব্যাপক সংখ্যক রোগী সামাল দিলেও হাসপাতালটিতে বেশকিছু জরুরি পরিষেবা ছিল না। বহু ক্রিটিক্যাল রোগীকে কলকাতা রেফার করতে হতো। সেখানে ভর্তি হতে না পেরে রোগীদের কলকাতায় গিয়েও হয়রান হতে হতো। এবার সেই সমস্যা মিটবে বলেই দাবি মেদিনীপুর মেডিক্যালের কর্তাদের। এদিন দুপুর মেদিনীপুর মেডিক্যালের বোর্ড রুমে একটি বিশেষ বৈঠক হয়। যেখানে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও ছিলেন মেদিনীপুর মেডিক্যাল বোর্ডের কর্তারা। কেরানীতলা মৌজার ৪১ ডেসিমেল জমি হস্তান্তরিত করা হয়েছে ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে মেদিনীপুর মেডিক্যালকে। অধ্যক্ষা মৌসুমি নন্দী বলেন, “মেদিনীপুর মেডিক্যালে নতুন সুপার স্পেশালিটি ব্লক তৈরী করা হবে। সেখানে থাকবে নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, এন্ডোক্রিনোলজি, গ্যাসট্রো, এন্ট্রোলজি, ইউরোলজি, নেফ্রোলজি বিভাগ। ইতিমধ্যেই মেদিনীপুরে মেডিসিন সার্জারি, গায়নোকোলজি, পেডিয়াট্রিক্স শুরু হয়ে গিয়েছে।”