Home Blog “আমি সন্দেশখালির অজিত মাইতি নই”, হাসপাতালের বেডে শুইয়ে ভিডিও বার্তা পিংলার বিধায়ক...

“আমি সন্দেশখালির অজিত মাইতি নই”, হাসপাতালের বেডে শুইয়ে ভিডিও বার্তা পিংলার বিধায়ক অজিত মাইতির

34
0

মেদিনীপুর: সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতিকে নিয়ে শোরগোল এখন রাজ্য রাজনীতিতে। তাকে গ্রেপ্তারের দাবি তুলে উত্তপ্ত সন্দেশখালি এলাকা। এবার সেই তৃণমূল নেতার নামের বিভ্রান্তির শিকার হলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। বর্তমানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অনেকেই পিংলার বিধায়ক অজিত মাইতিকে সন্দেশখালির অজিত মাইতি মনে করে ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে শুরু করেছেন। হাসপাতালের বেডে শুয়েই তাকে অনেক ফোন পেতে হয়েছে। অবশেষে হাসপাতালে শুয়েই ভিডিও বার্তা দিয়ে তিনি জানালেন, “আমি সন্দেশখালির অজিত মাইতি নই, তার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। জীবদ্দশায় কোনদিন সন্দেশখালিও যায়নি আমি। সুতরাং আমার নামের অপব্যবহার দয়া করে করবেন না কেউ। আমি এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।” এই ঘটনায় অবশ্য চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে যান ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী। (দেব)।

Previous articleহাতির পালকে সরাতে গিয়ে বেধড়ক মারধর হুলা টিমের সদস্যদের, হাসপাতালে ভর্তি, অভিযোগ পুলিশে
Next articleশালবনীর জঙ্গলে ভয়াবহ আগুন, নেভালো বনকর্মীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here