Home Blog অবৈধ কাঠ চেরাই মিল সিল করল বনদপ্তর, আটক ১

অবৈধ কাঠ চেরাই মিল সিল করল বনদপ্তর, আটক ১

48
0

 কাঠ চেরাই মিল সিল করল বনদপ্তর। কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বেআইনি ভাবে চলা কাঠ চেরাই মিলগুলিতে অভিযান চালিয়েছিল বনদপ্তর। তাতে বহু কাঠ মিল সিল করে দেওয়া হয়েছিল। তারপরও সেই সিল ভেঙে রমরমিয়ে চলছিল কাঠ মিল। যা নিয়ে বনদপ্তরের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল। যদিও রবিবার বনদপ্তরের আধিকারিক জানিয়েছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ওই মিলটির বিরুদ্ধে। সেইমতো অভিযান চালিয়ে ওই মিলটি পুনরায় সিল করল বনদপ্তর। আটক করা হয়েছে মিল মালিককে। ঘটনাটি সোমবার মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে, ওই মিলটির কোন বৈধ কাগজ না থাকায় সিল করে দেওয়া হয়েছিল। সিল ভেঙে পুনরায় চালু করেছিল। সেই খবর প্রকাশ করেছিলাম আমরা। তার ২৪ ঘন্টার মধ্যেই বনকর্মীরা গিয়ে পুনরায় মিলটিকে সিল করে দিয়েছে। আটক করা হয়েছে মিল মালিককে। বাজেয়াপ্ত বহু কাঠের গুড়ি (লগ)। বনদপ্তরের মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি বলেন, “ওই মিলটির কোন বৈধ কাগজপত্র ছিল না বলেই আগে সিল করা হয়েছিল। সিল ভেঙে লুকিয়ে চালাচ্ছিল। অভিযোগ পেয়ে পুনরায় সিল করে দেওয়া হয়েছে। ওই মিল মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে।”

Previous articleফেরিঘাট পারাপারের ভাড়া নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, অবরোধ, ভোগান্তি
Next articleThe full story of Thailand’s extraordinary cave rescue

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here